বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়ার পাশাপাশি সময় বাড়ানোরও তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)।
বুধবার (৩ ডিসেম্বর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে দিতে পারবে প্রতিষ্ঠানগুলো।
মাউশির চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণিতে মেধা ও সাধারণ বৃত্তি এবং মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এমআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি বা সংশোধন সম্পাদন করার সময়সীমা আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।