ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন, দাবি জানিয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্কুলিং মডেল বাতিলের জন্য। এ কারণে মিরপুর ও আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তবির হয়ে পড়েছে। জনভোগান্তি তীব্র হয়েছে; কাজের জন্য রওনা হওয়া মানুষজন উপায় না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

সোমবার বেলা সোয়া এগারোটার দিকে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড় ঘিরে বাস, প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেল আটকে রয়েছে। এর ফলে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশের পথ বন্ধ, পাশাপাশি নীলক্ষেত–নিউমার্কেট এবং ধানমন্ডি–নিউমার্কেট রুটেও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাসেলুল ইসলাম নামের এক দোকান কর্মচারী জানান, “ধানমন্ডি পর্যন্ত জ্যাম সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে না, তাই পায়ে হেঁটেই নিউমার্কেটে পৌঁছাচ্ছি। হঠাৎ সড়ক বন্ধ হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি বিপাকে পড়ে।”

অপর একজন পথচারী আফসানা খাতুন বলেন, “নিউমার্কেট থেকে বাসায় ফিরছিলাম, কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। বাধ্য হয়ে হেঁটে চলেছি, সায়েন্সল্যাব পেরিয়ে সামনে থেকে গাড়িতে উঠবো।”

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা কলেজসহ অন্যান্য সরকারি কলেজ দীর্ঘদিন ধরে স্বকীয়তা ও ইতিহাস নিয়ে পরিচিত। শতবর্ষী ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা পরিবেশের ওপর প্রতিষ্ঠিত পরিচিতি নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে হুমকির মুখে। এছাড়া তাদের মতামত না নিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছে। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে উদ্ভূত বিশৃঙ্খলা তদারকিতে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও নজর রাখছে।