সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন–২০২৫ সম্পন্ন করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী, আগামী পরীক্ষার সময়সূচি অনুযায়ী স্কুলগুলোর শনিবারের ছুটি স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে প্রেরিত এক চিঠিতে বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে এখনও তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নেওয়া হয়নি, সেসব স্কুলকে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, এ সময়ে শুক্রবার ও শনিবার বাদ দিয়ে তিন কার্যদিবস পরীক্ষা নেওয়া যাবে।
চিঠিতে উপসচিব রওশন আরার স্বাক্ষর রয়েছে। এছাড়া জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের।
এ সিদ্ধান্তের পেছনে প্রেক্ষাপট হলো, তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ছয় দিনের টানা কর্মবিরতি পালন করেছিলেন। এর কারণে ১ ডিসেম্বর থেকে প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। পরে ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হলেও দিনপঞ্জিতে কিছুটা পরিবর্তন এসেছে।
নতুন নির্দেশনা কার্যকর হলে শিক্ষার্থীরা বাধ্যতামূলকভাবে নির্ধারিত দিনে অংশ নিতে পারবে এবং মূল্যায়ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হবে। বিদ্যালয় প্রশাসনও পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিরূপণে সহায়তা করবে।
মন্ত্রণালয় আশা করছে, এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা পরিবেশ আরও সুসংগঠিত হবে এবং চলমান শিক্ষাবর্ষে শিক্ষাগত মূল্যায়ন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।