২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বৃহস্পতিবার এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করেন এবং ভর্তি–সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য টেলিটকের ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরোধ জানান।
নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা ২১ নভেম্বর সকাল ১১টা থেকে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন জমা দেওয়া শেষ হলেও আবেদন ফি পরিশোধ করা যাবে সেদিন রাত ১২টা পর্যন্ত, শুধুমাত্র টেলিটক প্রিপেইড নম্বর ব্যবহার করে।
ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের (https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদনকারীর ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি জেপিইজি ফরম্যাটে আপলোড করা বাধ্যতামূলক। পাশাপাশি বিভিন্ন কোটায় আবেদন করলে সংশ্লিষ্ট অপশনে টিক চিহ্ন দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, অন্যথায় কোটা সুবিধা প্রযোজ্য হবে না। আবেদন সম্পন্ন হলে ছবিসহ ‘Applicant’s Copy’ সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য।
আবেদন ফি জমা দিতে হবে দু’ধাপে এসএমএসের মাধ্যমে।
প্রথম ধাপ: GSA<space>User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও একটি PIN পাওয়া যাবে।
দ্বিতীয় ধাপ: GSA<space>YES<space>PIN লিখে আবার একই নম্বরে পাঠালেই আবেদন সম্পন্ন বলে গণ্য হবে। প্রতিটি আবেদনের ফি নির্ধারিত হয়েছে ১০০ টাকা।
অধিদপ্তর জানিয়েছে, অনলাইনে আবেদন করলেও ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। একই বিদ্যালয়ে অসদুপায়ে একাধিক আবেদন করলে তা বাতিল করা হবে। ভর্তি–সংক্রান্ত যেকোনো তথ্য জেলা বা উপজেলা ভর্তি কমিটি এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকেও জানা যাবে।
অভিভাবকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, আবেদনপত্রে ব্যবহৃত মোবাইল নম্বরটি সচল রাখতে, কারণ ভর্তি–সংক্রান্ত সব ধরনের বার্তা সেই নম্বরেই পাঠানো হবে। প্রয়োজনে টেলিটক নম্বর থেকে এসএমএস করেই User ID বা PIN পুনরুদ্ধার করার সুবিধা রয়েছে।