সরকারি মাধ্যমিক শিক্ষকদের চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ এবং একাডেমিক চাপ বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। ফলে দীর্ঘ সময়ের অনিশ্চয়তার পর আগামীকাল থেকে সারা দেশে নিয়মিত সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাসমাশিস মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষাজীবন স্বাভাবিক রাখাই তাদের প্রধান দায়িত্ব। তারা সংশ্লিষ্ট সবাইকে আগামীকাল থেকে সুষ্ঠুভাবে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষক সমিতির ন্যায্য দাবিগুলো দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কাম্য। যাতে ভবিষ্যতে কোনোভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। সংগঠন শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এর আগে, ১ ডিসেম্বর থেকে বাসমাশিস ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ ঘোষণা করেছিল। কর্মবিরতির কারণে চলমান বার্ষিক পরীক্ষা, এসএসসি নির্বাচনী পরীক্ষা এবং খাতা মূল্যায়নের কাজও অর্ধেক বা বন্ধ ছিল। শিক্ষকেরা এই সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস বা পরীক্ষা পরিচালনায় অংশগ্রহণ করেননি।

তবে এখন কর্মবিরতি স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। শিক্ষামন্ত্রণালয়ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছে।