বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত নিশ–১ এইচএসসি পরীক্ষা–২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার পাসের হার ৮৭.২০ শতাংশ।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্লাহ মাহমুদ।

এই বছর নিশ–১ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের জন্য মোট ৪,১৬১ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এদের মধ্যে ৩,৮৫৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ৩,৩৬৫ জন উত্তীর্ণ হন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন জিপিএ–৫ পেয়েছেন। এছাড়া:

  • জিপিএ ‘এ’ – ৪৬৯ জন
  • জিপিএ ‘এ–’ – ১,১১৩ জন
  • জিপিএ ‘বি’ – ১,৩৯১ জন
  • জিপিএ ‘সি’ – ৩৯১ জন

ফলাফল বাউবির ওয়েবসাইটে (result.bou.ac.bd) প্রকাশ করা হয়েছে।

উপ–উপাচার্যের অনুমোদনের পর স্পট এভালুয়েশন প্রক্রিয়া মাত্র ২৫ দিনের মধ্যে সম্পন্ন করে ফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএম) কর্মসূচির ২৫১তম টার্মের ফলাফলও প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা।