স্তাদিও দো দ্রাগাওতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার (১৬ নভেম্বর) রাত ৮ টায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের হারায় জমে উঠেছে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ এফ। যদিও আইরিশদের বিপক্ষে হারার পরও এই গ্রুপের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। যদিও ফিফা বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে এখনো তাদের রয়ে গেছে শঙ্কা। মূলত আইরিশদের কাছে হেরেই কপাল পুড়েছে সেলেকাওদের। ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেজদের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন ঝুলে আছে গ্রুপ পর্বে তাদের আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পর্তুগাল এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে পারলেই পাবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট।
তবে আর্মেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে পাচ্ছে না দলটি। আইরিশ ডিফেন্ডার দারা ও শেয়ারকে ঘুষি মেরে লাল-কার্ড দেখেন রোনালদো। তাই আর্মেনিয়ার বিপক্ষে দেখা যাবে না তাকে। তিনি তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। এদিকে রোনালদোর লাল কার্ডে কপাল খুলতে পারে দুই স্ট্রাইকার গনসালো রামোস ও চিকো কনসেসার। আর্মেনিয়ার বিপক্ষে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দল খেলাবেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ। শুরুর একাদশে ডিফেন্স সামলাবেন রুবেন ডিয়াজ, গনসালো ইনিকাও, দিয়াগো দালত ও হোয়াও কেনসেলো। মাঝমাঠে রুবেন নেভেসের দুই সঙ্গী হোয়াও নেভেস ও ভিতিনহা। আর আক্রমণে নেতৃত্ব দেবেন বার্নার্দো সিলভা, গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স।
তবে আর্মেনিয়ার বিপক্ষে ফেবারিট হয়েই মাঠে নামবে ইউয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়নরা। দেশটির বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও হারেনি পর্তুগাল। সেই সঙ্গে আর্মেনিয়ার অফফর্ম এগিয়ে রাখবে রবার্তো মার্তিনেজ শিষ্যদের। বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ৩ ম্যাচের প্রত্যেকটিতে হেরেছে আর্মেনিয়া।