রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচা বাজার এলাকায় সৎ ভাইয়ের ছুরিকাঘাতে মো. রুবেল (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে রোববার (১৯ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেলের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামে। তিনি ফকিরাপুল কাঁচা বাজারের একটি গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।
রুবেলের ছোট ভাই মো. পাভেল জানান, “রোববার রাতে আমাদের সৎ ভাই রনির সঙ্গে রুবেল ভাইয়ের টাকা ধার দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি হঠাৎ চাকু দিয়ে ভাইয়ের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাই, কিন্তু চিকিৎসক জানান, ভাই আর বেঁচে নেই।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।”
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত সৎ ভাই রনি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রুবেলের পরিবার হত্যাকারীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।