ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে কারাভোগ শেষে বুধবার (১২ নভেম্বর) দুপুরে পাঁচজন বাংলাদেশি যুবক দেশে ফিরে এসেছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর ব্যবহার করে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে পাঁচ যুবককে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আত্মীয়-স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
ফিরে আসা যুবকদের পরিচয়:
দেশে ফেরত আসা যুবকরা সবাই সিলেট জেলার বাসিন্দা। তাঁরা হলেন:
- জকিগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের মো. শামীম আহমেদ (৩৫)
- একই এলাকার মো. নাসির উদ্দিন (২৫)
- ইমরান হোসেন (২৭)
- কানাইঘাট উপজেলার পূর্বগ্রামের ইকবাল আহমেদ (১৯)
- মানিপুর গ্রামের আবুল হোসেন (২৫)
কারাগারে থাকার বিবরণ:
ইমিগ্রেশন পুলিশ সূত্র অনুযায়ী, এই পাঁচ যুবক ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী ভারতের উকিয়াং সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। সে সময় ভারতীয় সীমান্ত পুলিশ তাঁদের আটক করে আদালতের মাধ্যমে মেঘালয়ের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে পাঠিয়ে দেয়।
কারাগারের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁদের প্রত্যাবাসনের জন্য আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) উপস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের কাছে তাঁদের হস্তান্তর করে। এই ঘটনা দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বিদ্যমান আইনি ও মানবিক সহযোগিতার প্রক্রিয়াকেই তুলে ধরে। পরিবার পরিজনদের কাছে ফিরে আসায় স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইএফ/