জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭।

অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্যানেলের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা এই বিজয়কে শিক্ষার্থীদের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন।