ডিজিটাল ফরেনসিক, ফরেনসিক এনালাইসিস, ফরেনসিক একাউন্টিং ও ক্রিপ্টোকারেন্সি’ বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ থেকে ২৭ নভেম্বর টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় দুদকের বিভিন্ন পর্যায়ের মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে টিআইবি জানায়, ডিজিটাল মাধ্যমে দুর্নীতির বিস্তার রোধ ও তদন্তকারীদের দক্ষতা বাড়াতে দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ (টিআইবি) সমঝোতা স্মারকের আওতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

আজকের সমাপনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি দমনে টিআইবি দুদকের শক্তিশালী সহযোগী। এ ধরনের উদ্যোগ দুই প্রতিষ্ঠানের যৌথ কার্যক্রমকে আরও গতিশীল করবে।’ দুদকের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান কাজে লাগিয়ে তদন্ত কর্মকর্তারা আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। দুর্নীতিবিরোধী লড়াইয়ে আপনাদের সততা, আত্মবিশ্বাস ও দক্ষতাই বড় শক্তি।

 তিনি আরও বলেন, দুদকের কার্যক্রম এখন আগের তুলনায় আরও সক্রিয় হলেও জনগণের আস্থা পুনরুদ্ধারে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল-আমিন ফরেনসিক একাউন্টিং বিষয়ে সেশন নেন। 

দ্বিতীয় দিনে ডিজিটাল কারেন্সি, ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে সেশন পরিচালনা করেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এরশাদুল করিম। ওপেন সোর্স ব্যবহার করে অবৈধ সম্পদ শনাক্তকরণ বিষয়ে সেশন নেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদ প্রদান করেন দুদক চেয়ারম্যান।