মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করতে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি জোহর রাজ্যে হাইকমিশন ও অগ্রণী রেমিট্যান্স এসডিএন বিএইচডির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মী অংশ নেন।

সভায় হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তারা এবং অগ্রণী রেমিট্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবাসীদের সামনে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুবিধা বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি সঞ্চয় ও বিভিন্ন বিমা সুবিধা সম্পর্কে উপস্থিতদের সচেতন করা হয়। বক্তারা বলেন, বৈধ পথে পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং প্রবাসী নিজেও নিরাপদ লেনদেনের সুবিধা পান।

পরে হাইকমিশনার অগ্রণী রেমিট্যান্স এসডিএন বিএইচডির কার্যালয় ঘুরে দেখেন এবং রেমিট্যান্স সেবার মানোন্নয়ন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এই আয়োজনের অন্যতম অংশ ছিল প্রবাসীদের জাতীয় নির্বাচনে ভোট দিতে উদ্বুদ্ধ করা। কর্মকর্তারা জানান, বিদেশে থাকা ভোটারদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল কোড বিডি’ অ্যাপ এখন অত্যন্ত সহজ মাধ্যম। দ্রুত নিবন্ধন করতে হলে অ্যাপটি ব্যবহার করার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিতদের মধ্যে অ্যাপ ব্যবহারের নির্দেশনাসহ লিফলেট বিতরণ করা হয়।

একই দিনে জোহরবাহরুর বিভিন্ন রেমিট্যান্স হাউসেও প্রচারণা চালায় হাইকমিশন। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলে ভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। রেমিট্যান্স হাউসে আগত প্রবাসীদের মধ্যেও পোস্টাল ভোটিং অ্যাপের ব্যবহারের নিয়ম-বর্ণনাসহ লিফলেট বিতরণ করা হয়।

হাইকমিশনের এই উদ্যোগকে স্থানীয় প্রবাসীরা স্বাগত জানান। তাদের মতে, ভোটের অধিকার প্রয়োগ ও বৈধ পথে অর্থ পাঠানোর বিষয়ে এমন প্রচার—প্রবাসীদের আরও সংগঠিত ও সচেতন করে তুলবে।