শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের একদিন পরও ধোঁয়া থামেনি। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে দেখা যায়, ভেতরে এখনো দাহ্য পদার্থ জ্বলছে, ফায়ার সার্ভিসের সদস্যরা টানা পানি দিচ্ছেন।
ঘটনাস্থলে থাকা এক কর্মী বলেন, “ভেতরে কাপড়সহ অনেক দাহ্য মালামাল আছে, তাই আমরা বারবার পানি দিচ্ছি।”
আগুনের কারণে শনিবার সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিটের ছয় ঘণ্টার প্রচেষ্টায় রাত ৮টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ক্ষতির হিসাব করতে ড্যামেজ অ্যাসেসমেন্ট চলছে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য ও কাঁচামাল।