রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় রেললাইনে হঠাৎ আগুন লাগার ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন।
প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলটি একটি পরিত্যক্ত রেললাইন, যেখানে নিয়মিত ট্রেন চলাচল হয় না। ধারণা করা হচ্ছে, স্থানীয় কয়েকজন টোকাই আগুন জ্বালিয়েছিলেন। পরে আরএনবির সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেন।
ওসি জয়নাল আবেদীন বলেন, আমরা শুনেছি, পরিত্যক্ত রেললাইনে কিছু টোকাই আগুন জ্বালায়। তারা হয়তো শীত নিবারণের জন্য আগুন ধরিয়েছিল। তবে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, ঘটনাস্থল রেলওয়ে থানার আওতাধীন হলেও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছোটখাটো অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। এর আগে টিএসসি এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর নিরাপত্তা বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে।
রেলওয়ে পুলিশ জানায়, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের প্রকৃত পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আগুন পুরোপুরি নেভানো হয়েছে, এবং ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।