মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পেইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালদ্বীপের স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রমে সহযোগিতা জোরদার করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিশেষ করে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার ওপর উভয়পক্ষই গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে মালদ্বীপে ডব্লিউএইচও পরিচালিত চলমান স্বাস্থ্য কার্যক্রম, বিশেষ করে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়। উভয়পক্ষই এসব রোগ মোকাবিলায় সমন্বিত ও যৌথ প্রচেষ্টা আরও বাড়ানোর ব্যাপারে একমত হন।
এছাড়াও, ‘হেলথ ডিপ্লোমেসি ডায়ালগ’ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিমূলক যৌথ কর্মসূচি—যেমন সেমিনার, স্বাস্থ্য প্রদর্শনী এবং বিশেষ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব উদ্যোগ বাংলাদেশ হাইকমিশন, ডব্লিউএইচও ও মালদ্বীপ সরকার একসঙ্গে বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে তারা মত দেন।
সাক্ষাতের শেষ পর্যায়ে, স্বাস্থ্য কূটনীতির লক্ষ্য অর্জনে বাংলাদেশ হাইকমিশন এবং ডব্লিউএইচও কান্ট্রি অফিসের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সমন্বয় বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রতিনিধি।