জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে। দলীয় মুখপাত্র ও সহসভাপতি রাশেদ প্রধানের স্বাক্ষরিত স্মারকলিপি রোববার বিভিন্ন জেলার জাগপা নেতারা জেলা প্রশাসকদের হাতে তুলে দেন।
স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় মানুষের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে। এখন জনগণ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়, একই সঙ্গে স্বৈরাচার ও বিদেশি প্রভাবমুক্ত বাংলাদেশ গড়ার দাবি জানাচ্ছে।
জাগপা বিশ্বাস করে, তাদের ৭ দফা বাস্তবায়ন হলে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে জনগণের প্রত্যাশার প্রতিফলন। দাবিগুলোর মধ্যে রয়েছে: জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট আয়োজন, শেখ হাসিনাকে বিচার মুখোমুখী করা, দুর্নীতি ও গণহত্যার বিচার, ভারতের সঙ্গে গোপন চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, এবং ভারতের প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন।
দেশের প্রায় সব জেলার জাগপা নেতারা স্মারকলিপি জমা দেন, যার মধ্যে রয়েছেন অধ্যাপক ইকবাল হোসেন (ঠাকুরগাঁও), আসাদুর রহমান খান (মাদারীপুর), এস এম জিয়াউল আনোয়ার (ঢাকা)সহ আরও অনেকে।