ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় বিয়ে করতে যাওয়ার পথে এক বরকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার (২৪ অক্টোবর) এ ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানায়, বর আওন সাফি তার বাবাসহ একটি গাড়িতে রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন। গাড়িতে তার বাবা মাজেন সাফিও ছিলেন। তারা শহরের প্রবেশদ্বারে পৌঁছালে ইসরায়েলি সেনারা গাড়িটি আটকান। এরপর প্রথমে তাদের আটক করে এবং পরে বরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, পুরো পরিবার বিয়ে বাড়িতে যাচ্ছিল। বিয়ের আনন্দের পথে বরকে গ্রেপ্তার করার ঘটনায় পরিবারের মধ্যে দুশ্চিন্তা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি সেনাদের এ ধরনের অভিযান পূর্বে ও নিয়মিতভাবে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চালানো হয়ে থাকে, যা ফিলিস্তিনি নাগরিকদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা তৈরি করছে।