সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টায় অবতরণের অনুমতি পেয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর ভিত্তি করে এ সময়সূচি পরিবর্তিত হতে পারে বলে কর্মকর্তা জানান।

এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি-ভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়েছে, যা কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় আনা হচ্ছে।

ব্যবহৃত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট, যা দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়। শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার কারণে এটি ঢাকা–লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী বলে বিবেচিত।