দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কোনো ধরনের অস্থিরতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতগামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও মাঠপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন উপদেষ্টা। তিনি বলেন, রায় ঘোষণার পর দেশের কোথাও কোনো অস্থিরতা তৈরি হয়নি। বিজয় দিবসও সম্পূর্ণ স্বাভাবিকভাবেই উদ্যাপিত হবে। গতবার প্যারেড হয়নি, এবার প্যারেডসহ সব আয়োজন আগের মতোই থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নে তাকে জানানো হয়, রায় ঘোষণার পর দেশে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে বলে বিরোধী পক্ষ দাবি করছে। জবাবে জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত কোথাও সমস্যা সৃষ্টি হয়নি। উৎসব-উদ্যাপন কিংবা সরকারি কোনো কর্মসূচিতেও কোনো পরিবর্তনের প্রয়োজন পড়েনি।
এ সময় তিনি সাম্প্রতিক একটি ঘটনাও নিয়ে কথা বলেন। মঙ্গলবার রাতে ডিবি পরিচয়ে একজন সাংবাদিককে তুলে নিয়ে পরবর্তীতে আবার ফেরত দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমি প্রথম শুনলাম। খোঁজ নিয়ে প্রকৃত তথ্য জানব।
এ ধরনের আটক বা তুলে নেওয়ার ঘটনা অপরাধ হিসেবে গণ্য হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।
রাষ্ট্রীয় নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয় দিবসের প্রস্তুতি সবকিছু মিলিয়ে সরকার এ মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আছে বলেই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার রায়ের বিষয়টি নিয়ে দেশজুড়ে যে অস্থিরতার আশঙ্কা করা হয়েছিল, তা এখন পর্যন্ত বাস্তবে প্রতিফলিত হয়নি।