চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর কাভার্ডভ্যান রাখায় ট্রাফিক পুলিশ সদস্য মো. আজাদ উদ্দিনের (৩৮) মাথায় আঘাত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে কেরানীহাট হক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আহত আজাদ উদ্দিন প্রায় এক বছর ধরে কেরানীহাট ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট গ্রামের বাসিন্দা।
আহত ট্রাফিক পুলিশ সদস্য জানান, বিক্রয় প্রতিনিধি আবু বক্কর (৩২) মহাসড়কের ওপর তার কাভার্ডভ্যান রেখে দোকানে মালামাল সরবরাহ করছিলেন। যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কায় আজাদ উদ্দিন গাড়ি সরানোর অনুরোধ করলে বিক্রয় প্রতিনিধি ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করেন। পরে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরসহ আজাদ ঘটনাস্থল ত্যাগ করেন।
কিন্তু কিছু সময় পর বিক্রয় প্রতিনিধি আবু বক্কর ফিরে এসে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে বাধা দিলে স্টিলের টুল দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর পুলিশ বিক্রয় প্রতিনিধি আবু বক্করকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় আজাদ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত আবু বক্করের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।