ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজ ও সরকারি সাইন্স হাই স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ এবং দখলমুক্ত সড়কের দাবিতে বিক্ষোভ করেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে প্রথমে মানববন্ধন করেন এবং পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের দাবি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের স্কুল ও কলেজের সামনে অটোরিকশাগুলো প্রায় সবসময় জ্যাম সৃষ্টি করে। গেটের সামনে লাইন ধরে থাকা রিকশা ও দ্রুতগতিতে চলাচল করা যানবাহনের কারণে রাস্তা পারাপার বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে।
শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছে:
- শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবিলম্বে স্পিড ব্রেকার স্থাপন।
- পর্যাপ্ত ল্যাম্প পোস্ট স্থাপন।
- লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড নির্মাণ।
- ফুটপাত থেকে সব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ
- পার্কিং ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা।
শিক্ষার্থীরা বলেন, এই দাবিগুলো বাস্তবায়ন না হলে প্রতিদিনের ঝুঁকি ও সমস্যার সমাধান সম্ভব নয়।