শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি ঘোষণা দেন, “প্রয়োজনে আমাদের লাশ যাবে, তবুও আন্দোলন থামবে না।”
এর আগে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করার কথা ছিলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে শহীদ মিনারে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন।
দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ১৬ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেন তারা। বৈঠককে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে আজিজি বলেন, “আমরা দশ শতাংশ এখন এবং আরও দশ শতাংশ পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনো সাড়া মেলেনি।”
সরকার ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিলেও শিক্ষক নেতারা তা অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। তারা বলেছেন, দাবি মানা না হলে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হবে।
শিক্ষকরা ২৪ ঘণ্টা অবস্থান শেষে আমরণ অনশন শুরু করবেন বলে জানিয়েছেন জোটের নেতারা।