ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীতে পরিবেশ দূষণ রোধে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ডিএসসিসির তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে হাজারীবাগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে গাড়ির কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষণের অভিযোগে ৮টি গাড়িকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অঞ্চল–৪–এর আওতাধীন বাবুবাজার ও আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজিরের নেতৃত্বে আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির দায়ে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারা এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯–এর ৯২ উপধারা অনুযায়ী ১৪টি মামলায় মোট ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এসব দূষণবিরোধী অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং নিয়মিতভাবে পরিচালিত হবে।