পাবনার বাংলাদেশ মেরিন একাডেমি-এর চতুর্থ ব্যাচের নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৬৫ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন প্যারেড ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কুচকাওয়াজ প্রদর্শন, শ্রেষ্ঠ ক্যাডেটদের পুরস্কার বিতরণ এবং প্রধান অতিথির অনুপ্রেরণামূলক ভাষণ অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত ও আনন্দঘন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার পাবনা বেড়া উপজেলার নগরবাড়ী-এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করে শ্রেষ্ঠ ক্যাডেটদের মাঝে স্বর্ণ ও রৌপ্য পদক বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা, পাবনা প্রেসক্লাবের কর্মকর্তারা, মেরিটাইম ইউনিভার্সিটি, নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্যারেডে নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জন, মোট ৬৫ জন ক্যাডেট প্রি-সি কোর্স সমাপ্ত করে প্রশিক্ষণের প্রদর্শনী করেন। কুচকাওয়াজের পর প্রধান অতিথি শ্রেষ্ঠ ক্যাডেটদের হাতে স্বর্ণ, রৌপ্য ও বিশেষ পুরস্কার তুলে দেন।

সর্বোচ্চ মান অর্জনের স্বীকৃতিতে সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী পান কমান্ড্যান্ট স্বর্ণপদক। নটিক্যাল বিভাগের ক্যাপ্টেন মো. ইউসুফ হোসেন রাফিদ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাপ্টেন জিসান আবেদীন কমান্ড্যান্ট রৌপ্যপদক অর্জন করেন। পেশাগত উৎকর্ষের স্বীকৃতিতে তৈয়ব ইবনে নূর দিনার ও সিনিয়র ক্যাডেট মো. নাইমুল ইসলাম শিপিং কর্পোরেশনের পুরস্কার পান। খেলাধুলায় ক্যাপ্টেন তানিমুল হাসান এবং অফিসার লাইক কোয়ালিটিতে ক্যাপ্টেন শাহরিয়ার হোসেন বিশেষ পুরস্কার লাভ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি মেরিনরা বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”

পরিশেষে, প্রীতিভোজের মাধ্যমে গ্র্যাজুয়েশন প্যারেডের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়, আনন্দ ও সাফল্যের সাথে নতুন ক্যাডেটরা তাদের পেশাগত যাত্রা শুরু করেন।