আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে কেউ নাশকতা করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।" তিনি আরও যোগ করেন, পুলিশের গাড়িতে আগুন দিলে, ককটেল নিক্ষেপ করলে বা জানমালের ক্ষতির চেষ্টা করলে পুলিশ বসে থাকবে না।
ডিএমপি কমিশনার তার নির্দেশনার পক্ষে দণ্ডবিধির ৯৬ ধারার উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, 'ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে।'
আগামীকাল সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামীপন্থি সংগঠনগুলো এই রায় ঘোষণাকে ঘিরে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। ইতোমধ্যে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি 'টার্গেট কিলিংয়ের' পর মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
ইএফ/