জাতিসংঘ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার আদর্শ বাস্তবায়নের জন্য জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার জাতিসংঘ দিবসের বার্তায় তিনি বলেন, “যদি জাতিসংঘ আমাদের যৌথ শান্তির স্বপ্ন পূরণ করতে চায়, তবে তাকে বর্তমান বাস্তবতার সঙ্গে অভিযোজিত হতে হবে। আমরা এমন একটি জাতিসংঘ চাই যা আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর।”

এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০তম বছর উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে ড. ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও মানবকল্যাণে জাতিসংঘের অবদানকে শ্রদ্ধা জানান।

তিনি বলেন, “১৯৭৪ সালে সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশ শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের নীল হেলমেটধারীরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।”

বিশ্বে ক্রমবর্ধমান একতরফা সিদ্ধান্ত ও সংঘাতের প্রেক্ষাপটে ড. ইউনূস উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, “আজ গাজায় চলছে নির্মম গণহত্যা, আমাদের অঞ্চলে রোহিঙ্গারা মানবাধিকার বঞ্চনার শিকার যা চরম জাতীয়তাবাদের পরিণতি।”

তিনি বহুপক্ষীয় কূটনীতির পুনর্জাগরণের আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘ সনদে বর্ণিত শান্তিপূর্ণ, স্থিতিশীল ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে বাংলাদেশ সব সময় তার দায়িত্ব পালন করে যাবে।”

ইএফ/