নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁ উপজেলায় দিনভর পরিচালিত অভিযানে ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। রোববার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই অভিযানে তিনটি অবৈধ চুনা ও ইলেকট্রনিকস কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং তিতাস গ্যাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খান। অভিযানে পেট্রোবাংলার একটি বিশেষ দলও অংশ নেয়।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, বন্দর উপজেলার আন্দিরপাড় এলাকার একটি চুনা কারখানা, কেওডালা এলাকার পাশা ইলেকট্রনিকস কারখানা ও সোনারগাঁর মিরেরটেক এলাকার আরেকটি চুনা কারখানায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এ সময় মূল বিতরণ লাইনের সংযোগ ‘কিলিং’ করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় সংযোগ দেওয়া না যায়। ফায়ার সার্ভিস ও এক্সকাভেটরের সহায়তায় অভিযানটি সম্পন্ন হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে চলবে। যেখানেই অবৈধ সংযোগের প্রমাণ মিলবে, সেখানেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।