চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নে খেজুর গাছে উঠতে গিয়ে পড়ে সাইফুল্লাহ মনোয়ার (১৬) নামে এক ছাত্রশিবির নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বামনসুন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম।

নিহত সাইফুল্লাহ মনোয়ার কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুফতি মাওলানা নূরুছ সালামের ছেলে। তিনি একই ওয়ার্ডের ছাত্রশিবিরের সভাপতি এবং সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাড়ির পাশের খেজুর গাছে ওঠার সময় সাইফুল্লাহ পা ফসকে পুকুরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।