আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগের আটটি জেলার সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে রাজশাহী বিভাগের ৪৩টি আসনে দলীয় প্রার্থীরা মনোনয়ন পেলেন।
তালিকায় বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৬ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
রাজশাহী: রাজশাহী-১: মো. শফিক উদ্দিন; রাজশাহী-২: মোহাম্মদ মিজানুর রহমান মিনু; রাজশাহী-৩: মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪: ডি.এম.ডি. জিয়াউর রহমান; রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম; রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-১: শাজাহান মিয়া; চাঁপাইনবাবগঞ্জ-২: মো. আমিনুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ-৩: মো. হারুনুর রশিদ।
নাটোর: নাটোর-১: ফারহানা শারমিন; নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু; নাটোর-৪: এম. আব্দুল আজিজ। (নাটোর-৩ আসন ফাঁকা)।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু; সিরাজগঞ্জ-৩: ভিপি আয়নুল হক; সিরাজগঞ্জ-৪: এম. এ. আকবর আলী; সিরাজগঞ্জ-৫: মো. হাফিজুর রহমান খান; সিরাজগঞ্জ-৬: এমএ মুহিত। (সিরাজগঞ্জ-১ আসন ফাঁকা)।
পাবনা: পাবনা-২: এ কে এম. সেলিম রেজা হাবিব; পাবনা-৩: মো. হাসান জাফির তুহিন; পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব; পাবনা-৫: মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। (পাবনা-১ আসন ফাঁকা)।
নওগাঁ: নওগাঁ-১: মো. মোস্তাফিজুর রহমান; নওগাঁ-২: মো. শামসুজ্জোহা খান; নওগাঁ-৩: মো. ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু। (নওগাঁ-৫ আসন ফাঁকা)।
জয়পুরহাট: জয়পুরহাট-১: মো. মাসুদ রানা প্রধান; জয়পুরহাট-২: আব্দুল বারি।
বগুড়া: বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম; বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪: মোশাররফ হোসেন; বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ; বগুড়া-৬: তারেক রহমান; বগুড়া-৬ (গাবতলী–শাজাহানপুর): বেগম খালেদা জিয়া। (বগুড়া-২ আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়নি)।
বিএনপি সূত্র জানিয়েছে, ফাঁকা থাকা আসনগুলোতে জোটের শরিক দলের জন্য জায়গা রাখা হয়েছে, অথবা পরবর্তীতে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনের প্রাক্কালে এই তালিকা ঘোষণার পর রাজশাহী বিভাগের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।
ইএফ/