রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা জোরদারে ১১.২ মিলিয়ন ডলার যৌথ তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে।
হাইকমিশনের বার্তায় জানানো হয়, বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে কাতারের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাজ্য গর্বিত।
এই যৌথ তহবিল মূলত ঝুঁকিপূর্ণ শরণার্থী পরিবারগুলোর কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ব্যয় করা হবে। এর মাধ্যমে শরণার্থী শিবির ও আশপাশের এলাকার পরিবেশগত চাপ কমানো, বনভূমি রক্ষা এবং নিরাপদ জ্বালানির ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য।
বার্তায় আরও বলা হয়, এই উদ্যোগ শরণার্থী এবং আশ্রয়দাতা উভয় সম্প্রদায়ের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।