বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিংবোটসহ নিখোঁজ হওয়া ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলের সন্ধান মিলেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২০ দিন পর জানা গেল, তারা বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করায় সেদেশের নৌবাহিনী ফিশিংবোটসহ তাদেরকে আটক করেছে। পরবর্তীতে তাদের পশ্চিমবঙ্গের একটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তারা বর্তমানে ভারতের কারাগারে বন্দি আছেন।
নিখোঁজ ট্রলার মালিক মো. ফারুকের ছেলে মো. শাহীন সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এই খবর নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ জেলেদের মধ্যে একজন তার চাচাতো ভাইকে ভিডিও কল দিয়ে তাদের অবস্থান জানান। বাবার সাথেও তার কথা হয়েছে এবং তারা জানিয়েছেন যে পুলিশ তাদেরকে ভারতের একটি আদালতে হাজির করেছে। গত ১০ নভেম্বর মা-বাবার দোয়া নামের ফিশিংবোটটি নিয়ে ১৩ জন জেলে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে এবং ১১ নভেম্বর থেকেই তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় ছিল। এখন তারা বেঁচে আছেন জেনে স্বস্তি ফিরলেও নতুন করে চিন্তায় পড়েছেন। মো. শাহীন বলেন, "তারা ভারতে বন্দি, সরকারি সহযোগিতা ছাড়া তাদেরকে মুক্ত করে দেশে ফেরানো আমাদের পক্ষে সম্ভব নয়।" বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক মো. এরশাদ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভারতে আটক এই ১৩ জেলেকে দ্রুত মুক্ত করে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ইএফ/