ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

দেশ ছাড়ার তথ্য নেই অতিরিক্ত আইজিপি বলেন, "ফয়সালের শেষ অবস্থান কোথায় ছিল, সে সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো স্পেসিফিক তথ্য নেই। তবে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে—এমন নির্ভরযোগ্য কোনো সংবাদও আমাদের কাছে আসেনি। আমাদের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা তাকে খুঁজে বের করতে নিরলস কাজ করছে।" তিনি আরও বলেন, অপরাধীরা প্রায়ই আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ভুল তথ্য ছড়ায়, পুলিশ সেসব বিষয় খতিয়ে দেখছে।

রাজনৈতিক হত্যাকাণ্ডের সন্দেহ এটি রাজনৈতিক হত্যাকাণ্ড কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, "আমরা এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততা নিশ্চিতভাবে পাইনি। তবে তদন্ত চলছে এবং সব তথ্য যাচাই করা হচ্ছে।"

একই সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা বেশি। তিনি বলেন, "এখানে ব্যক্তিগত কোনো রেষারেষি বা উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। আমরা ঘটনার শুরু থেকেই মাঠে আছি এবং সব গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।"

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। বিশেষ করে খুনিরা কীভাবে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।