কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৯টা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণের মধ্য দিয়ে কার্যক্রম পুনরায় শুরু হয়।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টা থেকেই ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছিল।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ফ্লাইট স্বাভাবিক হওয়ায় রাতের মধ্যেই বেশিরভাগ আন্তর্জাতিক রুটে উড়ান পুনরায় চালু হয়।