রাজধানীর ফার্মগেটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হাঁটার সময় উপর থেকে হঠাৎ ধাতব বিয়ারিং প্যাডটি তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, মেট্রোরেল পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নয়ন প্রয়োজন।
ইএফ/