রাজধানীর পল্লবী থানা পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদার চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ চক্রে শীর্ষে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, এসআই তোফাজ্জল ও তাদের সোর্স মনির হোসেন গভীর রাতে সিভিল পোশাকে এলাকায় হানা দেন এবং বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে অর্থ আদায় করেন।
ঢাকা মেইলের হাতে আসা একটি অডিওতে দেখা যায়, মোহাম্মদ আলী একটি ডেভেলপার কোম্পানির কাছে এককালীন ৩ লাখ ও মাসিক ২ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এছাড়াও, সাধারণ মানুষকে রাতের বেলা আটক করে টাকা আদায়ের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা জানান, রাতে গ্যারেজে হানা দিয়ে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরে ঋণ করে বা চাপে টাকা দিতে বাধ্য করা হয়েছে। এই চক্রের সঙ্গে যুক্তরা অভিযোগ এলে তাদের পদাবনতি পর্যন্ত হতে পারে বলে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম জানান।
ইএফ/