রাজধানীর ভাটারা এলাকায় মোটরসাইকেল চুরি মামলার সূত্র ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটির কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে তাদের ধরা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. হারুন অর রশিদ সুমন (৩৬), মো. শয়ন আহম্মেদ (৩৪) এবং রিয়াদ পারভেজ (৩৬)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ রোড সংলগ্ন চেকপোস্টের পাশে রাস্তা থেকে আব্দুল্লাহ আল মামুনের নামে রেজিস্টারকৃত ‘হোন্ডা হর্নেট ১৬০আর’ মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রুজু হলে পুলিশ তদন্তে নামে।
তদন্তের অংশ হিসেবে ভাটারা থানা পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রের গতিবিধি শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা এলাকা থেকে প্রথমে হারুন ও শয়নকে গ্রেপ্তার করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের ভোলতা এলাকার গাউছিয়া মার্কেটের সামনে থেকে আরও এক সদস্য রিয়াদ পারভেজকে ধরা হয়। রিয়াদের হেফাজত থেকে চুরি হওয়া হোন্ডা হর্নেটসহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।