নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের মধ্যে চট্টগ্রাম নগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে শিবিরের শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি দেখা গেছে।

শিবিরের নেতারা জানান, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে তারা “শান্তিপূর্ণ পাহারায়” মাঠে আছেন। ছাত্রশিবিরের মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সদস্যরা সকাল থেকে পৃথক শোডাউন শুরু করেন। নগরের জিইসি, আন্দরকিল্লা, চকবাজার, আগ্রাবাদ ও বাকলিয়া এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মহানগর উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম শহরজুড়ে আমাদের বাইক শোডাউন চলছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এই কর্মসূচি দিনব্যাপী চলবে।

তিনি জানান, শোডাউনে নেতৃত্ব দেন মহানগর উত্তর শাখার সভাপতি তানজীর হোসেন জুয়েল ও দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। শোডাউনের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে নিরাপত্তা সচেতনতামূলক প্রচারণাও চালাচ্ছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার কথা। মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলাটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। রায়ের তারিখ ঘিরে সারা দেশে উত্তেজনা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে শিবিরের এই শোডাউনকে অনেকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন।