বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নিজের দলের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, 'আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই।'

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফিরে সকাল ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, এবার তার দল এককভাবে নয়, বরং আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করবে।

প্রবাসীদের ভোটার জটিলতা নিরসনের দাবি

দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের পর দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে জানিয়ে জামায়াতের আমির বলেন, এই মুক্তি আন্দোলনে প্রবাসীদের লড়াইও ছিল গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তবে তিনি প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে দেখা দেওয়া জটিলতাগুলো দ্রুত নিরসনের দাবি জানান।

ডা. শফিকুর রহমান নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়ে বলেন:

  • কমপক্ষে আরও ১৫ দিন সময় বাড়িয়ে দেওয়া হোক।
  • ভোটার হওয়ার জন্য যে জটিলতাগুলো আছে, তা সহজ করা হোক।
  • যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা শিথিল করা হোক।
  • একজন নাগরিকের প্রমাণের জন্য তার এনআইডি ও একটি ভ্যালিড পাসপোর্ট যথেষ্ট, অতিরিক্ত শর্ত সহজ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদসহ সরকার পরিচালনা ও দেশ গঠনে পিআর সিস্টেমেই (Proportional Representation) প্রবাসীরা অংশগ্রহণ করবেন। এটি নিশ্চিত করা হবে।

ঐকমত্যের রাজনীতি ও জামায়াতের মনোনয়ন

দেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেওয়া মতানৈক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, 'মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মতানৈক্য হোক, কিন্তু মতবিরোধ যাতে না হয়।' তিনি সব দলের মতকে শ্রদ্ধা জানানোর ওপর জোর দেন।

বিএনপির মনোনয়ন ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিএনপি ২৩৭টি আসনে মনোনয়ন তালিকা প্রকাশ করলেও, তারা সেটি চূড়ান্ত নয় বলে জানিয়েছে।

জামায়াতের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'এক বছর আগে আমরা আঞ্চলিকভাবে তালিকা জানিয়ে দিয়েছি। আমরা চূড়ান্ত তালিকা সময়মতো জানিয়ে দেব।'

সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে সরকারকে জানানোর আহ্বানের বিষয়ে তিনি বলেন, সরকার সময় বেঁধে দেননি, বরং অনুরোধ করেছেন। রাজনৈতিক দলগুলো বসে ঐকমত্যে পৌঁছাতে পারলে তা সবার জন্যই ভালো। তিনি বলেন, নায়েবে আমির তাহের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন এবং আশা করেন অন্যরা এ আহ্বানে সাড়া দেবেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় এবং আঞ্চলিক জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

ইএফ/