রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোররাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় দুই শিশু–সহ পরিবারের সব সদস্যই পুড়ে আহত হন।

দগ্ধরা হলেন— জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ (১৯), সাকিব (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)। সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পরিবারের সদস্য আফরান মিয়া জানান, ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ জোরে শব্দ হয়। তখন ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। “শ্বশুরের বাসায় গ্যাসের লিকেজ ছিল কি না, আমরা নিশ্চিত নই। বিস্ফোরণের পরপরই সবাই দগ্ধ হয়,” বলেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, আগুনের তীব্রতায় কার কী মাত্রায় পুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সবার ড্রেসিং চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে চুলা বন্ধ থাকলেও গ্যাস নির্গত হতে থাকে। ভোরে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে আগুন বা স্পার্কে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সতর্ক করে বলেন, রান্নাঘর ও গ্যাস লাইন নিয়মিত পরীক্ষা না করলে এ ধরনের দুর্ঘটনা বাড়বে।