ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলে রোববার সকালে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সংস্থাটির সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, রোববার সকাল ৯টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে দমকা/ঝোড়ো হাওয়া। এসব এলাকায় সাময়িকভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে সাময়িকভাবে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে।
অধিদপ্তরের সন্ধ্যার আপডেট পূর্বাভাসে আরও বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
নভেম্বরের শুরু থেকেই আবহাওয়া অস্থির থাকায় মৎস্যজীবী ও নৌযান চালকদের সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।