রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত লকডাউন কর্মসূচি সামনে রেখে সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) সকালে জানান, “রাজধানী ও আশপাশের জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির ১৪টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে আরও দুই প্লাটুন কাজ করছে।” তিনি বলেন, এই মোতায়েন অনির্দিষ্টকালের জন্য থাকবে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেই শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, আদালত এলাকা, গণমাধ্যম ভবন ও যানবাহন টার্মিনালগুলোতে বাড়ানো হয়েছে টহল। পাশাপাশি পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিজিবি।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ঘোষিত রায়কে ঘিরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতেই আগাম পদক্ষেপ হিসেবে এই মোতায়েন করা হয়েছে। গত বছরের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে ওইদিন।

সরকার বলছে, যেকোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চাওয়া চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।