হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও সাতছড়ি রোড ব্যবহার করে বিপুল ভারতীয় চোরাই পণ্য ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হবে। এই তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল তেলিয়াপাড়া এলাকায় সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগতভাবে অবস্থান নেয়।
পরবর্তীতে সন্দেহ হলে ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশির সময় দেখা যায়, পাথরের আড়ালে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় চোরাচালানি পণ্য যেমন— জিরা, ফুচকা, কসমেটিকস, ঘড়ির ব্যাটারি ও শাড়ি পাওয়া যায়। সেই সঙ্গে যানবাহনটিও জব্দ করা হয়।
৫৫ বিজিবি অধিনায়ক বলেন, "বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।" তিনি আরও জানান, জব্দ করা পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
ইএফ/