বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো সম্পূর্ণ হয়নি। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। তার দাবি বিএনপি এবং গণতন্ত্র অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত; একটির অনুপস্থিতিতে অন্যটি টিকে থাকতে পারে না।
শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অতীত রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি ও আগামীর করণীয় নিয়ে আলোচনা হয়।
আমীর খসরু বলেন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশ পুনর্গঠনে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে অনন্য। তিনি শুধু একজন মুক্তিযোদ্ধাই নন; ছিলেন রাষ্ট্রসংস্কারের পথিকৃৎ, আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে অন্যতম চালিকাশক্তি এবং ৭ই নভেম্বরের প্রধান নেতৃত্বদের একজন। তার মতে, একই ব্যক্তির হাতে যুদ্ধের ঘোষণা, রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক সংস্কার এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এ ধরনের বহুমাত্রিক অবদান বিরল।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নিজের রাজনৈতিক অবস্থান ও নীতির কারণে দীর্ঘদিন ধরে মূল্য পরিশোধ করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের বাইরে থেকেও সক্রিয়ভাবে দল পরিচালনায় ভূমিকা রাখছেন।
গণতন্ত্র ফিরে পেতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আমীর খসরু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখনো শেষ হয়নি। একটি অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমেই এ পথ উন্মুক্ত হতে পারে।
সভায় বক্তারা দেশের রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং আগামী জাতীয় রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ গঠনের প্রয়োজনীয়তা নিয়েও মতামত তুলে ধরেন।