ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন চট্টগ্রামের বিশ্বযুদ্ধ সমাধিক্ষেত্রে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সমাধিতে শ্রদ্ধা জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী আমেরিকার পাইলট উইলিয়াম বি রাইসের প্রতি।

চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সিমেট্রি (সাধারণত চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত) দামপাড়ার ১৯ নম্বর বাদশা মিয়া সড়কে অবস্থিত। এটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি স্থাপনা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর প্রায় ১৭ লাখ নিহত সদস্যের স্মৃতি রক্ষার্থে গড়ে উঠেছে।

কমিশন বাংলাদেশে তিনটি সমাধি পরিচালনা করে—কুমিল্লার ময়নামতি, চট্টগ্রামের দামপাড়া ও নেত্রকোনার মোহনগঞ্জ। এছাড়া কমিশন নিহত প্রতিটি সদস্যের তথ্য অনলাইনে সংরক্ষণ করে।