ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তাররা হলেন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান-এর বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০)।
বুধবার রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ দুই আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে— গ্রেপ্তারদের চার সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। তিনি প্রায়ই রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন মোসা. জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে শুটার ফয়সাল একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন এবং পরে বাসার চিপা দিয়ে একটি কালো ব্যাগ ফেলে দেন। পরবর্তীতে তার ভাগনে জামিল (১৮)-কে দিয়ে ব্যাগটি আবার ভেতরে আনেন।
এ সময় শুটার ফয়সাল তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই ভবনের ছাদ থেকে ফেলে দেন এবং অপরটি তার মা মোসা. হাসি বেগমের কাছে দেন।
র্যাব জানায়, এরপর শুটার ফয়সাল তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। নিরাপত্তাজনিত কারণে আগারগাঁও এলাকা ত্যাগ করে প্রথমে মিরপুর এবং পরে শাহজাদপুরে তার চাচাতো ভাই আরিফের বাসায় আশ্রয় নেন। এ সময় তার বাবা মো. হুমায়ুন কবির শুটার ফয়সালের ব্যাগ বহনের জন্য একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু অর্থও প্রদান করেন।
পরবর্তীতে তারা কেরাণীগঞ্জে তাদের ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের বাসায় যান। সেখানে জুরাইন এলাকা থেকে দুটি নতুন মোবাইল সিম কিনে ব্যবহার শুরু করেন বলেও জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।