নাটোরের নলডাঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহেল রানা (২৪) বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর সাজীপাড়ার সাহেব আলীর ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্রাই-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।
চলতি বছর নিহত সোহেল রানা নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে স্নাতক সম্মান সম্পন্ন করেছেন। মেধাবী ছাত্র সোহেল রানা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।