বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর মর্যাদাপূর্ণ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেশের প্রতিরক্ষা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা তাঁদের প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুই বাহিনীর প্রধানকে এই গৌরবজনক সম্মানে ভূষিত করা হয় বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএমএ’র ‘হল অব ফেইম’ হলো এমন একটি বিশেষ স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
এর আগে শুধুমাত্র সেনাবাহিনী প্রধানরাই বিএমএ’র এই সম্মাননা অর্জন করেছেন। এবার প্রথমবারের মতো নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই তালিকায় নতুন ইতিহাস যুক্ত হলো।
অনুষ্ঠানে দুই বাহিনী প্রধানের সহধর্মিণীসহ বাংলাদেশ মিলিটারি একাডেমির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, বিএমএ’র ‘হল অব ফেইম’-এ এর আগে সাতজন সেনাবাহিনী প্রধানের নাম অন্তর্ভুক্ত ছিল। এবার নৌ ও বিমান বাহিনী প্রধান যুক্ত হওয়ায় এই সম্মাননা আরও সমৃদ্ধ ও সর্বব্যাপী রূপ পেয়েছে।
এই স্বীকৃতি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র নৌ ও বিমান বাহিনীর অবিচল নিষ্ঠা, দেশপ্রেম ও নেতৃত্বের প্রতিফলন বলেও মনে করা হচ্ছে।