ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মান জানাতে ‘নাগরিক পদক’ প্রদানের উদ্যোগ নিয়েছে।

ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের জারিকৃত অফিস আদেশ অনুযায়ী, ইতোমধ্যে এই পদকের জন্য আবেদন যাচাই-বাছাই করার দায়িত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রাপ্ত আবেদনগুলো বিশদভাবে পর্যালোচনা করবে এবং যোগ্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে ডিএনসিসি বোর্ডে উপস্থাপন করবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানা গেছে, কমিটির নেতৃত্বে দায়িত্ব পালন করছেন সংস্থার নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্বে আছেন জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন, আর কমিটির সদস্য হিসেবে থাকছেন আইন কর্মকর্তা মমতাজ মহল।

নাগরিক পদকের লক্ষ্য হলো সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া, যারা নগর উন্নয়নে নতুন উদ্দীপনা, পরিবেশের সুরক্ষা এবং সমাজসেবা ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছেন। প্রশাসক পূর্বেও এই পদকের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, এবার সেই ঘোষণার বাস্তবায়নের কাজ শুরু হলো।

ডিএনসিসি আশা করছে, এই পদকের মাধ্যমে শহরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও প্রতিষ্ঠানদের পরিচিতি আরও দৃঢ় হবে এবং নতুন উদ্যমী উদ্যোগের উৎসাহ তৈরি হবে।