ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা অখিল চন্দ্র সাহার ছেলে নারায়ণ চন্দ্র সাহা ও একই এলাকার শিলাহাটি গ্রামের বাসিন্দা যুগল কিশোর সাহার ছেলে মধু সাহা। 

স্থানীয় বাসিন্দা ও বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিল কাঠবোঝাই একটি ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী অটোভ্যান। কানখড়দী বাজারের কাছে ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তারা সবাই অটোভ্যানের যাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আলম বলেন, নিহতরা সাতৈর বাজারের ব্যবসায়ী। 

আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এ ঘটনায় হাসপাতালে আনার আগেই নারায়ণ ও মধু সাহার মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান  বলেন, ট্রাক ও অটোভ্যান উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।