আগামী বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। এটি সৃষ্টি হলে ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’ এই নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাত, যার আরবি অর্থ হলো 'সিংহ'। এই নামেই সম্ভাব্য তাণ্ডবের আভাস পাওয়া যাচ্ছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার তৈরি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবারই এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে।
পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় কোন পথে অগ্রসর হবে বা এর গতিবেগ কত থাকবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আবহাওয়াবিদদের মতে, সাগরে থাকার সময় এই ঘূর্ণিঝড়ের শক্তি বেশ বাড়তে পারে। মঙ্গলবার বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ এবং গতিবেগ নিয়ে আরও কিছুটা ধারণা স্পষ্ট হবে।
আপাতত যে আভাস মিলছে, তাতে নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের একেবারে শুরুর দিকে ভারতের দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। এই সময় ঠান্ডা কিছুটা কমবে। আবহাওয়াবিদরা মনে করছেন, ডিসেম্বরের ৪ কিংবা ৫ তারিখের আগে আবার শীত পড়ার সম্ভাবনা বেশ কম।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) আগামী পাঁচদিন তেমন কোনো হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
ইএফ/